নওগাঁয় নেসকো কর্মচারিদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষনা করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ উত্তর ও দক্ষিন, নেসকো পিএলসি নওগাঁ মিটার রিডার ও বিল বিতরণকারী (পিচরেট) কর্মচারীরা। গত ১৫ জানুয়ারী থেকে এ কর্মবিরতি করে আসছেন তারা, যার পরিপেক্ষিতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে নর্দান ইলেক্ট্রিসিটটি সাপ্লাই কোম্পানী (পিএলসি) এর বিক্রয় ও বিতরণ বিভাগ নওগাঁ দক্ষিণ অফিস প্রাঙ্গনে তারা আলোচনা ও সড়কে র্যালি বের করেন। পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী ও রংপুর বিভাগ, নেসকো পিএলসি এর আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এর আগে বিক্রয় ও বিতরন বিভাগ নওগাঁ দক্ষিণ বিদ্যুৎ ভবন চত্বর থেকে একটি র্যালি বের হয়। তাদের দাবি মানা না হলে আরও কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা। বক্তারা বলেন, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্মার্ট মিটারের ব্যবস্থা করছে। এজন্য মিটার রিডার ও বিদ্যুৎ বিল বিতরণকারী হিসেবে যারা কর্মরত আছেন, তাদের চাকরি হারাতে হবে। তবে এ বয়সে চাকুরি চলে গেলে আমরা কিভাবে পরিবার চালাবো, এখানে চাকুরি করে আমাদের চাকুরিতে আবেদনের বয়সসীমা শেষ। তাই আমার চাকুরি হাড়াতে চাইনা। নওগাঁ আন্দোলন বাস্তবায়ন কমিটির মুখপাত্র সুব্রত সরকার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের পূর্বের আন্দোলনে নর্দান ইলেক্ট্রিসিটটি সাপ্লাই কোম্পানী (পিএলসি) এর এমডি জাকিউল স্যার মসজীদ ঘরে দাড়িয়ে বলেছিলেন তোমরা কাজ করো তোমাদের চাকুরি স্থায়ীকরন করা হবে, কিন্তু আজও তা করা হয়নী। আমাদের এতদিনের কর্মজীবন থেকে বাদ দিয়ে দিলে আমরা কী করে খাবো। মাননীয় প্রধান মন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা বড় অসহায়, আমরা এ চাকুরি হাড়াতে চাইনা। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন, নওগাঁ পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এতে অন্যান্য কর্মচারীরা সংক্ষিপ্ বক্তব্যে অংশগ্রহণ করেন।#