নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের প্যারীমোহন সাধারন গ্রন্থাগার চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে গ্রন্থাগার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি এবাদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাশিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। পরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। বক্তারা এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করেন জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। পরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। নওগাঁ ইউনাইডেট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সময় টেলিভিশনের প্রতিনিধি এম আর রকি, এশিয়ান টেলিভিশনের বদলগাছী উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ বুলু ও পোরশা উপজেলা প্রতিনিধি শাহ আলম, বণিক বার্তা ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, যায়যায়দিনের জেলা প্রতিনিধি রুহুল আমিন, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী এবং তাঁগের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।