বামনায় ষড়যন্ত্রমূলক মামলা থেকে চেয়ারম্যানকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বরগুনা জেলা সংবাদদাতা:
বরগুনায় ভুল সিজারিয়ানে প্রসূতি সহ নবজাতকের মৃত্যুর ঘটনায় বরগুনার, বামনা উপজেলার,ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান ও বামনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ ইং) বেলা এগারোটায় ডৌয়াতলা বাজারের মূল সড়কে এক কিলোমিটার রাস্তা জুড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ৪নং ডৌয়াতলা ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন ডৌয়াতলা কলেজ রোড এলাকায় সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল সিজারিয়ানে মেঘলা (২০) নামের এক প্রসূতিসহ নবজাতকের মৃত্যু হয়। ওই ক্লিনিকে থাকা ডাক্তার সবুজ কুমার দাস নামের এক ব্যক্তি অপারেশন রুমে নিয়ে ভুল চিকিৎসা করেন, ওই মুহূর্তে ভুল চিকিৎসায় মেঘলাকে মেরে ফেলা হয়। উল্লেখিত ঘটনার দিন হাসপাতালের পরিচালক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ঢাকায় থাকার পরেও তাকে ষড়যন্ত্রমূলক মামলার এজাহারে তাকে তিন নম্বর আসামি করে জড়ানো হয়। এই ষড়যন্ত্র মামলা থেকে তাকে মুক্তি দেয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন জানান তারা। এসময় উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদাউস তালুকদার, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু ,বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, রুমি খানম, সমাজসেবক মোঃ খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান ছগির, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম সবুজ, রামনা ইউপি চেয়ারম্যান নজরুল জোমাদ্দার,সহ ছাত্রলীগ ,যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।