বরগুনায়, ধান চাষ ব্লক প্রদর্শনী চারা রোপণের শুভ উদ্বোধন
সোহরাব বরগুনা সংবাদদাতা:
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/ ২০২৩-২০২৪ মৌসুমে সমলয় বোরো ধান চাষ ব্লক প্রদর্শনীর চারা রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহা: রফিকুল ইসলাম, জেলা প্রশাসক বরগুনা।
বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ ইং) বেলা এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস বরগুনা সদর এর আয়োজনে ,সদর উপজেলার,বুড়িরচর ইউনিয়নের, কদমতলা, কাঠেরপুল এলাকায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা এর সভাপতিত্বে, এসময় বিশেষ অতিথি ছিলেন ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনা। জনাব এস এম বদরুল আলম অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনা। মো: ইকবাল হোসেন অতিরিক্ত উপ পরিচালক পিপি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনা। সি এম রেজাউল করিম অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি বরগুনা। স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা বরগুনা সদর। মনিরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরগুনা, ইমরান হোসেন রাসেল ফরাজী ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ বরগুনা। আজিজুল হক স্বপন সভাপতি, জেলা কৃষক লীগ বরগুনা। হুমায়ূন কবির চেয়ারম্যান ,বুড়িরচর ইউপি। সমাজ সেবক মোঃ হুমায়ূন শাহিন ও এলাকার কৃষকরা সহ আরও অনেকে।