pub-4902861820262150
3:17 pm, Wednesday, 9 October 2024

ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে – খাদ্য মন্ত্রী

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্তেহারে মূল প্রত্যাশা ছিল দ্রব্যমূল্য সহনশীল রেখে জনগণকে স্বস্তি দেওয়া। ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার ইতোমধ্যেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংসদ সদস্যদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আর যাতে কোনো মহল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনদুর্ভোগ বাড়তে না পারে সে ব্যপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদ সদস্যরা একযোগে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, স্মার্ট নওগাঁ গড়ে তুলতে চাই।’
বিকেল ৪টায় শহরের নওজোয়ান মাঠে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহ্বায়ক ডা. আশেক হোসেন।

সভায় নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনকে সংবর্ধনা দেওয়া হয়। তিন সংসদ সদস্যের উদ্দেশে মানপত্র পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনসহ পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে তিন সংসদ সদস্যকে সম্মাননা জানানো হয়। প্রায় পাঁচ শতাধিক সংগঠন এ সময় ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁদের সম্মাননা জানায়।

সংবর্ধনা সভায় বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 10:30:16 pm, Friday, 26 January 2024
179 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে – খাদ্য মন্ত্রী

আপডেট সময় : 10:30:16 pm, Friday, 26 January 2024

নওগাঁয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্তেহারে মূল প্রত্যাশা ছিল দ্রব্যমূল্য সহনশীল রেখে জনগণকে স্বস্তি দেওয়া। ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার ইতোমধ্যেই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংসদ সদস্যদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আর যাতে কোনো মহল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনদুর্ভোগ বাড়তে না পারে সে ব্যপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংসদ সদস্যরা একযোগে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, স্মার্ট নওগাঁ গড়ে তুলতে চাই।’
বিকেল ৪টায় শহরের নওজোয়ান মাঠে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহ্বায়ক ডা. আশেক হোসেন।

সভায় নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনকে সংবর্ধনা দেওয়া হয়। তিন সংসদ সদস্যের উদ্দেশে মানপত্র পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনসহ পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে তিন সংসদ সদস্যকে সম্মাননা জানানো হয়। প্রায় পাঁচ শতাধিক সংগঠন এ সময় ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁদের সম্মাননা জানায়।

সংবর্ধনা সভায় বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।