10:15 am, Tuesday, 17 September 2024
সংবাদ শিরোনাম ::
দোহারে শিশু ধর্ষণ, গ্রেফতার-১
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় ১২ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধর্ষক মো. হানিফ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে মেয়েটির মা-বাবা তার খালার বাড়িতে গেলে খালি ঘরে ঢুকে মেয়েটিকে জোর পূর্বক ধর্ষন করে হানিফ। এসময় মেয়েটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষক হানিফকে আটক করে দোহার থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুন অর রশিদ জানান, খবর পেয়ে আমরা ধর্ষককে আটক করি। এই ঘটনায় মেয়েটির পরিবার ২৭ জানুয়ারি একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আসামিকে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে এবং মেয়েটির মেডিকেল পরিক্ষার জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
ট্যাগস :