৪নং লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ হতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টারঃ এম, মাসুদ রানা সুমন
নাটোর জেলার সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ইউনিয়নের খোলাবাড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে।অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর খোকন ভুঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম রমজান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সিরাজুল ইসলাম, পিপি নাটোর জর্জ কোর্ট ও সহ সভাপতি নাটোর জেলা আওয়ামী, আহাদ আলী সরকার, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার,জলি চৌধুরী – নির্বাচিত পৌর মেয়র নাটোর।নাটোর ও নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি রন্তা আহমেদ,এডভোকেট আঃ মালেক শেখ যুগ্ন সম্পাদক নাটোর জেলা আওয়ামী, গোলাম মোর্তুজা বাবলু যুগ্ন সম্পাদক নাটোর জেলা আওয়ামী, জনাব মোঃ নুরুজ্জামান কালু চেয়ারম্যান লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যসহ স্থানীয় নেতৃবিন্দু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মজিবর রহমান ভুঁইয়া। বক্তারা গঠন মুলক বক্তব্য প্রদান করেন।ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব আলাউদ্দিন তার বক্তব্যে বলেন দলে ঐক্যের কোন বিকল্প নাই।আগামী নির্বাচনে জয়লাভ করতে হলে বিভেদ ভুলে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্য বদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জয়লাভ করে ক্ষমতায় আসতে হবে।প্রধান অতিথি আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম রমজানের জ্বালাময়ী বক্তব্যে সকল কর্মীগণ উজ্জীবিত হন।তিনি বলেন যে কোন মুল্যে আগামীর নির্বাচনে জয় লাভ করতে হবে। দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।সবাইকে ঐক্য বদ্ধ থাকতে হবে।এ সময় হাজার হাজার নেতা কর্মী কড়তালি দিয়ে তাকে ধন্যবাদ দেন। অনুষ্ঠানের সভাপতি জনাব আলী আজগর খোকন ভুঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন এবং সভা শেষে সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।