বরিশাল রেঞ্জের ডিআইজির বরগুনায় আগমন ” জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার আবদুস সালাম
সোহরাব বরগুনা সংবাদদাতা:
রবিবার (০৪ ফ্রেবুয়ারি ২০২৪ খ্রিঃ) বরগুনা জেলা পুলিশের আয়োজনে বরগুনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল, বার্ষিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজের শুরুতে ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বরগুনা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম।
কুচকাওয়াজ পরিদর্শন শেষে ডিআইজি রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম; অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোঃ আবু ছালেহ; সিনিয়র সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ রুহুল আমিন; সদর থানার (ওসি) একেএম মিজানুর রহমান, আমতলী থানার (ওসি) সাখাওয়াত হোসেন তপু , তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম খান মিলন, পাথরঘাটা থানার (ওসি) আনোয়ার হোসেন, বামনা থানার (ওসি) তুষার কুমার মন্ডল, বেতাগী থানার (ওসি) মাহবুবুর রহমান সহ জেলা পুলিশ, বরগুনায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।