গাইবান্ধায় ছাত্রীর সাথে অশালীন আচরণ করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব কর্তৃক ছাত্রীর সাথে অশালীন আচরন করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে অত্র প্রতিষ্ঠানের ছাত্রীরা।
রবিবার (২৩ জুলাই)দুপুরের দিকে প্রখর রোদ উপেক্ষা করে পৌরপার্কের সামনে প্রধান সড়কে প্রায় আধা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব যোগদানের পর থেকেই অত্র বিদ্যালয়ের কর্মচারি থেকে শুরু করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে প্রতিনিয়ত অশালীন আচরন করে আসছে।
এরি একপর্যায়ে রবিবার আনুমানিক সকালের দিকে অত্র প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থতার কারণে প্রধান শিক্ষকের নিকট ছুটি চাইতে গেলে ছুটি না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
ওইসময় সেই শিক্ষার্থী সেখান থেকে ভয় পেয়ে দৌড়ে শ্রেণিকক্ষে এসে তার সহপাঠিদের জানালে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষনিক ক্লাশ বর্জন করে রাস্তায় নেমে আসে।
ছাত্রীরা জানায়, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে দ্রুত স্কুল থেকে প্রত্যাহার করতে হবে। তা না হলে অত্র প্রতিষ্ঠানে ফিরবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এসময় সড়ক অবরোধ চলা কালে প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। ওই সময় ছাত্রীরা তাদের অবরোধ তেু্ল নেয়।
পরে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে। সড়ক অবরোধ চলাকালে শহরে যানজটের সৃষ্টি হয়।