বরগুনায় পিটিয়ে গুরুতর আহত “টাকা ছিনতাইয়ের অভিযোগ
- আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
বরগুনায় আইয়ুবুর রহমান নামের এক ব্যক্তিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গতকাল রাত অনুমান ৭ টায় বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়া বুনিয়া ইউনিয়নের , লতা বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আইয়ুবুর রহমান, নুর মোহাম্মদের ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয়রা তাৎক্ষণিক বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী আইয়ুবুর রহমান জানান বরগুনা পৌরসভা এলাকায় বসবাসরত তার আত্মীয় । বাসা থেকে এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যান একই এলাকার চিহ্নিত চাঁদাবাজচক্র জসিম বয়াতির ছেলে রাসেল বয়াতি, শহিদুলের ছেলের হৃদয়, মাইনুদ্দিন খানের ছেলে ফয়সাল, শাহ আলম মুসল্লির ছেলে রাহাত, আরো অপরিচিত ৩/৪ জন আমার গতিপথ লক্ষ্য করে লতা বাড়িয়া স্টেশন ত্যাগ করলে অভিযুক্ত ব্যক্তিরা আমাকে পথরুদ্ধ করিয়া এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে আমার আত্মীয় শহীদুল এর দেয়া আমার সাথে থাকা এক লক্ষ আশি হাজার টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এই মর্মে হুমকি দেয় এই বিষয়ে যদি কারো সাথে শেয়ার করি তাহলে আরো ১ লক্ষ টাকা তাদেরকে চাঁদা দিতে হবে অন্যথায় আমাকে খুন করে লাশ গুম করে ফেলবে জানান অভিযুক্তরা।