প্রানের আড্ডা জ্ঞানের আড্ডা ১১১ তম পর্ব অনুষ্ঠিত
প্রানের আড্ডা জ্ঞানের আড্ডা ১১১ তম অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয়”। জহির রায়হান চলচ্চিত্র সংসদ, নওগাঁ’র আয়োজনে শনিবার (১০ ফেব্রুয়ারি) জহির রায়হান চলচ্চিত্র সংসদের অফিস রুমে রাত সাড়ে আটটার সময় সংগঠনের সাধারণ সম্পাদক রহমান রায়হান বাহাদুর এর সঞ্চালনায়, সভাপতি মানবতাবাদী নটোরিয়ান চন্দন কুমার দেব এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) এর সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু, সমকাল নওগাঁর জেলা প্রতিনিধি সাংবাদিক কাজী কামাল, সম্মমিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, ঐক্য তান দলের সম্মনয়ক, মোসাদ্দেক হোসেন, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সহ-সভাপতি বেলাল হোসেন, নাট্যশৈলী নওগাঁর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তর, স্বপ্ন সারথি লাইব্রেরী’র সভাপতি আরাফাত হিমেল, উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্টু, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাংগঠনিক ফারুক, মাহাব্বুল আলম আলো, সদস্য বেলি আক্তার সহ আরো অনেকেই।