বরগুনায় পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-১
বরগুনা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে ‘বরগুনা জেলা পুলিশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বিকাল অনুমান সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই(নি:) জীবন চন্দ্র দাস, এস আই আলমগীর, এএসআই ইউসুফ ,এএসআই মাহমুদুল , এএসআই সুমন দাস সহ সংগীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ছোট গৌরীচন্না গ্রামের আছিয়া সড়ক হইতে রাজীব বালা (২৮ ), পিতা-মৃত যতীন বালা, হাল সাং-লাকুরতলা, থানা ও জেলা-বরগুনা’কে অবৈধ মাদক গাঁজা সহ গ্রেফতার করেন। অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করায় এলাকার মানুষ জেলা পুলিশের কে ধন্যবাদ জানান। ঘটনা সংক্রান্তে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজীব বালার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তার বিরুদ্ধে ইতিপূর্বেও থানায় ৯টি মাদক মামলা রয়েছে। থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি। মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা সংবাদদাতা তারিখ ১২-২-২৪ ইং