পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি :
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি শ্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরন সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ায়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা সুমিত গুপ্ত, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহরুল হক প্রমূখ। পরে সেরা উদ্ভাবনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উদ্ভাবনী মেলার আয়োজন করেন উপজেলার প্রশাসন। সোমবার মেলার উদ্ধোধন করেন উপজেলা চেয়ায়ারম্যান আখতারুল ইসলাম। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে ১৮ ষ্টল স্থান পায়।