ঘোড়াঘাটে শহীদ দিবস পালিত আনভিল বাপ্পি ঘোড়াঘাট
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রæয়ারী বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ। এছাড়াও শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ তাদের অঙ্গ সংগঠন, ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট থানা সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে উপজেলার রানীগঞ্জ বাজার শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন, উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠন, রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, রানীগঞ্জ সেন্ট্রাল প্রি ক্যাডেট স্কুল সহ নানা সংগঠন। ঘোড়াঘাট শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন ও কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। একই দিন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হাতের লেখার প্রতিযোগীতা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। মো. আনভিল বাপ্পি ঘোড়াঘাট,দিনাজপুর প্রতিনিধি ২১.০২.২০২৪