পঞ্চগড়ের বোদায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক বিরোধী অভিযানে গাজা সহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই লিপন কুমার বসাকের নেতৃত্বে এসআই আবু হোসেন, এসআই আসাদুজ্জামান, এসআই মিজানুর, এএসআই উমর ফারুক, এএসআই আনোয়ারুল সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি কে আটক করে। পঞ্চগড় জেলার পুলিশ সুপার দিক নির্দেশনায় ও পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ পঞ্চগড়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের বাকপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পঞ্চগড় হতে বোদা গামী পাকা রাস্তা হতে আসাদুল ইসলাম কে গ্রেফতার করে। এ সময় তার ডান হাতে থাকা সাদা লাল রঙের বাজার করার ব্যাগের ভেতর থেকে ৭শ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়।
এ ঘটনায় বোদা থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।