রাষ্ট্রীয় পুলিশ পদক পেলেন বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম
অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য রাষ্ট্রীয় পুলিশ পদক পেলেন বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম ,বরগুনা জেলায় সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনা, দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন শাখায় দৃশ্যমান অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধীকে আইনের আওতায় আনা, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় ‘রাস্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পদকে ভূষিত হয়েছেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম। পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয় কর্তৃক পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম ‘কে গৌরবময় রাস্ট্রীয় পুলিশ পদক ‘পিপিএম-সেবা’ প্রদান করা হয়।