পীরগঞ্জে খলিশাডাঙ্গার কন্যা ও উলঙ্গ সভ্যতা নামে দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
পীরগঞ্জ (ঠাকুরগাও)প্রতিনিধি :
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা” ও “উলঙ্গ সভ্যতা” নামে দুইট কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার শেষ বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে কাব্যগ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।
পীরগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক কবি মো. রবিউল আউয়াল ছদ্ম নাম রবি বাঙালির লেখা কাব্যগ্রস্থ দুটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে মোড়ক উন্মোচন সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেেেজর দর্শন বিভাগের সহকারি অধ্যাপক কবি মো. রবিউল আউয়াল, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাসুদুর রহমান মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সাহিত্য, সাংস্কৃতি ও পত্রিকা বিষয়ক সম্পাদাক বাদল হোসেন, কবি কৃষ্ণচন্দ্র মালাকার প্রমূখ। এ সময় কবি মাসুদুর রহমানের “জীবন জলের ঘ্রাণ” নামে একটি উপন্যাস এবং কবি কৃষ্ণচন্দ্র মালাকারের “এই আছি এই নাই” নামে একটি কবিতার বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।
সাম্প্রতিককালে বোদা থানার বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের জন্য বোদা থানার সকল কর্মকর্তাবৃন্দকে আমি অভিনন্দন জানাই।এরুপভাবে থানা দায়িত্ব পালন করলে অতীতের ভ্রান্ত ধারণা থেকে ফিরে, পুলিশ জনগনের পরম বিশ্বস্ত প্রতিষ্ঠানে স্থানলাভ করবে বলে আমার বিশ্বাস।। তবে নতুন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা আসার পরেই বোধহয় চুরি গরু উদ্ধারসহ নানামুখী দুর্লভ সেবা বোদা বাসী পাচ্ছে বলে কেন জানি আমার মনে হচ্ছে।।