পীরগঞ্জে কমিউনিষ্ট পার্টির উপজেলা সম্মেলন
দুঃশাসন হটাও-ব্যবস্থা বদলাও-বিকল্প গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর অডিটোরিয়ামে উপজেলা সিপিবি’র সভাপতি প্রভাত সমির শাহাজাহান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন পিন্স। এ সময় রুহিন হোসেন বলেন, যারা খেটে টাকা তৈরী করে তাদের পকেট থাকে ফাঁকা আর যারা টাকা তৈরী করে না তাদের পকেট থাকে মোটা। দেশের বর্তমান এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এসময় অন্যানের মধ্যে বক্তব্য দেন কেন্দ্র কমিটির সদস্য আশরাফুল আলম, জেলা সিপিবির র সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মর্তুজা আলম সহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পর। পরে লাল ঝান্ডা সম্বলিত একটি র্যালী বের হয়ে শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। বিষ্ণুপদ রায় পীরগঞ্জ,ঠাকুরগাও ০১৭১৮৬৬৪৭০৫