নওগাঁয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নওগাঁ’র সনদ বিতরণ
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ৩১তম জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে- স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০২৪ এর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নওগাঁ জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী প্রতিযোগিতার চুড়ান্ত প্রতিযোগীদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিশু একাডেমি চত্বর নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর শরিফুল ইসলাম সাবেক অধ্যক্ষ, নওগাঁ সরকারি কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শরিফুর রহমান, অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ নওগাঁ, মোসাদ্দেক হোসেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সংগীত পরিচালক, রফিকুদ্দৌলা রাব্বি বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক।
সভাপতিত্ব করেন মোঃ হাসমত আলী, অনুষ্ঠান পরিচালনা করেন, লিজা সুলতান, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, নওগাঁ জেলা শাখা।