পঞ্চগড়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলায় সাংবাদিকদের সাথে সার্বজনীন পেনশন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এসএম জহিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারের গৃহিত সর্বজনীন পেনশন স্কিম সফল করতে আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। সরকারি-আধা সরকারি, ব্যক্তি পর্যায়ে এ নিয়ে সভা করছি। ব্যাপক সাড়া পাচ্ছি। এটা লাভজনক এবং পরবর্তী জীবনের জন্য ব্যাপক সুফল বয়ে আনবে। এটা বুঝতে পারলে সবাই স্বেচ্ছায় এ স্কিম চালু করবে। আশা করছি আমরা জেলায় এই পেনশন স্কিম বাস্তবায়নে সফল হবে।
সোনালী ব্যাংক লিমিটেড পঞ্চগড় শাখার এজিএম এটিএম মাহমুদুর রহমান সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মত বিনিময় সভায় বিভিন্ন সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধান ও পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল