জয়পুরহাট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কমপ্লিট শাটডাউন
- আপডেট সময় : ০৪:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে৬ দফা দাবিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
গত ২০ নভেম্বর থেকে চূড়ান্ত এ আন্দোলন চালাচ্ছে তারা।
আজ বুধবার অন্যান্য দিনের ন্যায় একাডেমিক ভবনের সামনে প্রায় ৩-শতাধিক শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ আন্দোলন করেন।
৬ দফা দাবি তুলে ধরে উক্ত প্রতিষ্ঠানের সমন্বয়ক আহবায়ক হাফিজ আল আসাদ, সদস্য সচিব সারোয়ার কাউছার সমিক ও সদস্য লাবিবসহ অন্যান্য সদস্যরা বলেন, আমরা যোক্তিক ৬ দফা দাবি তুলে ধরেছি। দাবিগুলোর মধ্যে হল, ১ স্বতন্ত্র পরিদপ্তর গঠন। ২ ডিপ্লোমাধারীদের ১০ ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর অনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা পাশাপাশি অগ্রধিকার ভিত্তিতে ২০১৩ স্হগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু।
৩ গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিটিদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত।
৪ ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয় সহ সকল আইএইচটি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন। ৫ মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন । ৬ বি ফার্ম সহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে।সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা।