ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে তিন শতাধিক পশুকে লাম্পি ভেক্সিনেশন প্রদান
আব্দুল্লাহ আল সুমন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে ছড়িয়ে পরেছে লাম্পি স্কিন ডিজিজ। এ রোগে আক্রান্ত পশুর চামড়া নষ্ট ও মৃত্যুর ঝুঁকি অনেক বেশী হওয়ায় ভীতি ও আশঙ্কা বেড়েছে খামারীদের মাঝে। খামারীদের সচেতনতা বাড়াতে বিনামূল্যে ভেক্সিনেশন দিচ্ছেন ইজাব এলায়েন্স নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান৷ আজ দুপুরে জেলার সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের ৮০ টি বাড়িতে ২১০ টি গরুকে ভেক্সিনেশন প্রদান করেন তারা৷ পর্যায়ক্রমে আরো শতাধিক গরুকে লাম্পি স্কিন ডিজিজ ভেক্সিনেশন প্রদান করা হবে৷ ইজাব এলায়েন্স লিমিটেড এর প্রজেক্ট ইনচার্জ ডা: সোহেলের তত্বাবধানে এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আবুল কালাম আজাদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা হেমন্ত কুমার রায়,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন রত চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন৷ খামারী রফিকুল ইসলাম বলেন,আমার চারটি গরু আছে৷ সবগুলোকে তারা বিনামূল্যে ভেক্সিন দিলেন৷ এটা আমার জন্য অনেক উপকার হল৷ ইজাব এলায়েন্স লিমিটেড এর প্রজেক্ট ইনচার্জ ডা সোহেল বলেন, খামারীরের মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক খামারীদের পাশে দাড়াতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে কোন খামারী ভীতসন্ত্রস্ত না হন৷ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা আবুল কালাম আজাদ বলেন, এটি তাদের চমৎকার একটি উদ্যোগ৷ এতে করে খামারীরা লাভবান হওয়ার পাশাপাশি তাদের সচেতনতা বেড়ে যাবে।