pub-4902861820262150
8:30 pm, Thursday, 10 October 2024

গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় চালকসহ ৩ জনের মৃত্যু

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই- গাইবান্ধা আন্ঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় ডিজেল চালিত ইঞ্জিন ভটভটির (নছিমন) ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় ব্যাটারীচালিত ইজিবাইকে থাকা আরও চার যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।স্হানীয়রা আহতদের উদ্ধার করে ০৩জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে বাদ জুমার নামাজের জানাজা শেষে ০৩ জনকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এর আগে(২২ মার্চ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন এবং গতকাল রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই এলাকার বুধা শেখের ছেলে সবুজ মিয়া ও মজিবুর রহমানের ছেলে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম। এ ঘটনায় বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কুমার গাড়ি এলাকা থেকে একটি ইজিবাইকে করে পাঁচজন যাত্রী নিয়ে নাকাইহাট বাজারের দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি নাকাই-গাইবান্ধা আন্ঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মাটির হাড়ি ভর্তি একটি ডিজেল চালিত ইঞ্জিন ভটভটি(নছিমন)টি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারী চালিত ইজিবাইকের চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় ইজিবাইকে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুমারগাড়ী এলাকার প্রতিবেশী মোনারুল ইসলাম বলেন, শুক্রবার গ্রামের মসজিদের ইফতার পার্টি ছিল। সেই ইফতার সামগ্রী কিনতে তারা একটি ইজিবাইক যোগে নাকাইহাটে বাজার করতে যান। পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজনই আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এঘটনার পর পরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রথমে ইজিবাইক চালকের মৃত্যু হয় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, ঘাতক ডিজেল ইঞ্জিন চালিত নসিমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 10:43:44 pm, Friday, 22 March 2024
91 বার পড়া হয়েছে
error: Content is protected !!

গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় চালকসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময় : 10:43:44 pm, Friday, 22 March 2024

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই- গাইবান্ধা আন্ঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় ডিজেল চালিত ইঞ্জিন ভটভটির (নছিমন) ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় ব্যাটারীচালিত ইজিবাইকে থাকা আরও চার যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।স্হানীয়রা আহতদের উদ্ধার করে ০৩জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে বাদ জুমার নামাজের জানাজা শেষে ০৩ জনকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এর আগে(২২ মার্চ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন এবং গতকাল রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই এলাকার বুধা শেখের ছেলে সবুজ মিয়া ও মজিবুর রহমানের ছেলে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম। এ ঘটনায় বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কুমার গাড়ি এলাকা থেকে একটি ইজিবাইকে করে পাঁচজন যাত্রী নিয়ে নাকাইহাট বাজারের দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি নাকাই-গাইবান্ধা আন্ঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মাটির হাড়ি ভর্তি একটি ডিজেল চালিত ইঞ্জিন ভটভটি(নছিমন)টি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারী চালিত ইজিবাইকের চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় ইজিবাইকে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুমারগাড়ী এলাকার প্রতিবেশী মোনারুল ইসলাম বলেন, শুক্রবার গ্রামের মসজিদের ইফতার পার্টি ছিল। সেই ইফতার সামগ্রী কিনতে তারা একটি ইজিবাইক যোগে নাকাইহাটে বাজার করতে যান। পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজনই আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এঘটনার পর পরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রথমে ইজিবাইক চালকের মৃত্যু হয় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, ঘাতক ডিজেল ইঞ্জিন চালিত নসিমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।