পঞ্চগড়ে স্বাধীনতা দিবসে বিজিবি বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি
পঞ্চগড় প্রতিনিধি ।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে এই রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে রিট্রিট সিরিমনির উদ্বোধন করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র উত্তর পশ্চিম রিজিয়ন ও রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী সুরিয়া কান্ত শর্মা।
এসময় দুই বাহিনীর মধ্যে ফল, মিষ্টি, ক্রেস্ট বিতরণ করা হয়।
রিট্রিট সিরিমনিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল যুবায়েদ হাসান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ১৭৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএস সিরোহী সহ দুই বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রিট্রিট সিরিমিনিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ও সীমান্তরক্ষায় এক সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে বিজিবি বিএসএফের কর্মকর্তারা।এসময় বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্ত সড়কের দুইপাশের গ্যালারিতে বসে রিট্রিট প্যারেড উপভোগ করেন বাংলাদেশ ও ভারতের স্থানীয় মানুষজন।