দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। বূহস্প্রতিবার (২৭ জুলাই) বিকাল ৩.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন , আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা আল ইমরান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ , উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম এমু ,অফিসার ইনর্চাজ সরকার ইফতেখারুল মোকাদ্দেম ,প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল উপাযে বিজ্ঞানভিত্তিক উপায়ে মৎস্য চাষ করে দেশের আমিষেরচাহিদা পূরন করা এবং প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করা যায় তা আলোচনা করেন। আলোচানা সভা শেষে অতিথিগন উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।