আল মুফিদ মানবকল্যান যুব সংস্থার উদ্যোগে৭০০ প্যাকেট ইফতার বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ ১৭ই রমজান ইসলামের ইতিহাসে প্রথম বিজয় বদর দিবস উপলক্ষে খোশবাজার দরবার শরীফের মাওলানা শাহ মো. ওয়ালিউল্লাহের নেতৃত্বে খোশবাজার দরবার শরীফ ও আল-মুফিদ মানব কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা, কালিবাড়ি, বোদাবাজার উপজেলা ও ভুল্লী বাজারে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন খোশবাজার দরবার শরীফের ছোট হুজুর মাওলানা শাহ আবু নাইম মো. আব্দুল্লাহ অধ্যক্ষ, খোশবাজার কামিল মাদ্রাসা,
এসময় আরো উপস্থিত ছিলেন, মো. মোখলেসুর রহমান, লেকচারার, বিরল সরকারি কলেজ,দিনাজপুর
মাওলানা এড. আবু নাঈম এডভোকেট, জেলা জজ কোর্ট,ঠাকুরগাঁও মো. রাজু ইসলাম, প্রোপাইটর, ঝিলিক ইলেকট্রনিক্সতালুকদার এস এম রহমতুল্লাহ, এমফিল গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
নাসিম আব্দুল্লাহ, প্রোপাইটর, নাসিম ট্রেডার্স, ঠাকুরগাঁও
আবু আহমদ তালহা, শিক্ষার্থী, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর
আবু নাইম, সাধারণ সম্পাদক, আল-মুফিদ মানব কল্যাণ যুব সংস্থা
জনাব মো. স্বাধীন ইসলাম, সভাপতি, ঐক্যবদ্ধ ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবক সংস্থা,
জনাব মাওলানা নাসিম রানা, মুন্সিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ।
পরিশেষে আল-মুফিদ মানব কল্যাণ যুব সংস্থার সভাপতি ও খোশবাজার দরবার শরীফের শাহ সাহেব হুজুর মাওলানা হাফেজ শাহ মো. ওয়ালিউল্লাহ সকল সহায়তাকারী ও স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।