চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ও সমাজসেবা অফিসারকে সন্মাননা স্মারক প্রদান
সোহরাব হোসেন বরগুনা:
যশোরের চৌগাছায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” দীর্ঘদিন ধরে মানবতার কল্যানে সবসময় স্বেচ্ছায় রক্তদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, এতিমখানা মাদ্রাসায় নগদ অর্থ প্রদান, অসহায় হতদরিদ্রের নগদ অর্থ প্রদান, সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থান সহ বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে মানুষকে সেবা প্রদান করে সকলের ভালোবাসা অর্জন করেছে। আজ মঙ্গলবার (২ মার্চ) তারই ধারাবাহিকতায় চৌগাছা চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব ইকবাল বাহার চৌধুরী ও চৌগাছা উপজেলার সমাজসেবা অফিসার জনাব মেহেদী হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রবাস থেকে দেশে আশা মোঃ বখতিয়ার হোসেনের আহবানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ আছির উদ্দিন, সদস্য রিফাত হোসেন পাতিবিলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ মোঃ সোহেল রানা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বিপন্ন মানবতায় প্রবাসীর জয় এই স্লোগানকে ধারণ করে
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন আর্ত মানবতার সেবায় অসহায় গরীবদেরকে মেহনতী মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।