গাইবান্ধায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও অনাদায়ে ১০ হাজার টাকার জরিমানার পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি শামসুল আলম ওরফে মিজানুর রহমান (৪৬)নামের এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) দুপুরে ধৃত আসামিকে গাইবান্ধা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত শামসুল আলম ওরফে মিজানুর রহমান নামের ব্যক্তি সে উপজেলার ভাতগ্রাম ইউপির বুজরুক পাকুরিয়া গ্রামের আমিনুর রহমান বাদশা মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, সাদুল্লাপুর থানার
জিআর ৬৯৪/১৫, স্পেশাল ট্রাইবুনাল ৪৩/২০১৬ সালে আসামি মিজানুরকে ১৪ বছরের সাজা ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত।
এসময় মিজানুর রহমান নামের আসামি আত্নসমর্পন না করে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরি ধারাবাহিকতার একপর্যায়ে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে শুক্রবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালন করে।
এসময় ঢাকার একটি অভিজাত এলাকা হইতে আসামি শামসুল আলম ওরফে মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।