পঞ্চগড়ে দেবীগঞ্জে জাতীয় রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি
পেশাগত সংবাদকর্মীদের নিয়ে দেবীগঞ্জ গঠিত হলো জাতীয় রিপোর্টাস ক্লাব নামে একটি সংগঠন। যার রেজিষ্ট্রেশন নম্বর ১৮৪। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি দেবীগঞ্জ উপজেলা শাখা অনুমোদন দেন। অনুমোদন দেয়ার পর দেবীগঞ্জে নতুন অফিস স্থাপন করে কার্যক্রম শুরু করেন।
দেবীগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও অফিস স্থাপন উপলক্ষে ৮ এপ্রিল সোমবার শাখা কার্যালয়ে সংগঠনের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমেই শাখার কার্যক্রম শুরু হলো।
দেবীগঞ্জ করতোয়া সেতু সড়কে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রতিদিনের কাগজের দেবীগঞ্জ প্রতিনিধি এনামুল হক, সহ সভাপতি মুক্তখবরের দেবীগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাচারের দেবীগঞ্জ প্রতিনিধি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও প্রথম খবরের দেবীগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন রয়েল, সহ সভাপতি ও আইনের চোখ দেবীগঞ্জ প্রতিনিধি মমিন ইসলাম, অর্থ সম্পাদক ও মুক্ত আলোর দেবীগঞ্জ প্রতিনিধি হেকমত আলী, প্রচার সম্পাদক ও ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার দেবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য ও আজকের জনবানীর দেবীগঞ্জ প্রতিনিধি মোঃ সাজু, কার্যকরী সদস্য ও আজকের কন্ঠের দেবীগঞ্জ প্রতিনিধি মোঃ অপু সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী১১ সদস্য বিশিষ্ট দেবীগঞ্জ উপজেলা শাখা আগামী ২ বছর জাতীয় রিপোর্টাস ক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করবেন।
জাতীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি চ্যানেল এস, মুক্তখবরের দেবীগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক প্রতিদিনের কাগজের এনামুল হক জানান, দেবীগঞ্জে নির্ভিক ও পেশাগত, চাঁদাবাজি মুক্ত ভাবে সাংবাদিকতার অঙ্গিকার নিয়ে আমরা নতুন ভাবে কাজ শুরু করলাম। দেবীগঞ্জে কোন অপ সাংবাদিকতা করতে দিবোনা, হয়রানি ও ব্লাকমেইল করে সাংবাদিকতা রুখতে হবে। এটাই হবে আমাদের শপদ।