ঈদের দিনেও পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ত পঞ্চগড় ট্রাফিক পুলিশ, সাথে বিআরটিএ
পঞ্চগড়।।
ঈদের দিন যখন সবাই পরিবার-পরিজন নিয়ে আনন্দের সময় পার করছেন ঠিক সেই সময় পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত পঞ্চগড় ট্রাফিক পুলিশ। সাথে বিআরটিএ কর্মকর্তা। দৃশ্যটি পবিত্র ঈদ- উল-ফিতর এর দিনে পঞ্চগড় শের -ই -বাংলা পার্ক চৌরঙ্গী মোর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের। ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে বিআরটিএ কর্মকর্তা। স্থানীয়রা জানান, ঈদের দিন আমরা সবাই যখন পরিবার-পরিজনকে সাথে নিয়ে ঘোরাঘুরি করছি তখন তারা সড়কে দাঁড়িয়ে যানজট নিরসনে কাজ করছে। দীর্ঘ সময় পরেও তারা বসে সামান্য বিশ্রাম নেওয়ার সময়টুকু পায়না। অনেকেই ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে। ট্রাফিক পুলিশ ও বিআরটিএ সহ প্রশাসনের লোক মাঠে কাজ করছে বিধায় আমরা সাধারণ মানুষ নিরাপদে চলতে পারতেছি। এ সময় পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে পারলে ভালো লাগতো। আজকের দিনেও পরিবারকে সময় দিতে পারি না এর জন্য একটু মন খারাপ হয়। তবে পেশাগত দায়িত্ব পালনের কথা চিন্তা করে আমরা কাজ করছি। আমাদের সামান্য ত্যাগে সাধারণ মানুষ যদি নিরাপদে চলাচল করতে পারে এবং যদি অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা না ঘটে তাতেই আমাদের সার্থকতা। এ বিষয়ে পুলিশ সুপার পঞ্চগড় এস, এম, সিরাজুল হুদা পিপিএম- বার বলেন, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাধারণ মানুষের কারো ঈদ আনন্দ যেন মলিন হয়ে না যায় সেই বিষয়টিকে মাথায় রেখে জেলা পুলিশ সক্রিয় দ্বায়িত্ব পালন করেছে। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, মোবাইল টিম সহ জেলা পুলিশের অনেকেই ঈদের আনন্দ উপেক্ষা করে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করছে। তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।