ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের ভোটার তালিকায় পরিছন্নতা কর্মীসহ বিভিন্ন পেশার শ্রমিকের নাম
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের ভোটার তালিকায় পরিছন্নতা কর্মীসহ বিভিন্ন পেশার শ্রমিকের নাম
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির ভোটার তালিকায় ব্যবসায়ীদের নামের পাশে ভোটার হিসাবে সেলুনের কারিগর, পরিচ্ছন্নতা কর্মী, দিনমজুর, কাঠ মিস্ত্রি, ইলেক্টিক মিস্ত্রি, রং মিস্ত্রি, হিমাগার ও জুট মিলের শ্রমিকের নাম রয়েছে বলে অভিযোগ করেন নির্বাচনে অংশগ্রহণকারী একটি প্যানেল।
শনিবার (১৩ এপ্রিল) ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আলমগীর-মুরাদ ও সুদাম প্যানেলের পক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এসময় ব্যবসায়ী নেতারা বলেন, অনেকের ব্যবসা স্থান ও প্রতিষ্ঠানের নাম রয়েছে সেখানে গিয়ে তাদের কোন অস্তিত্ব পাওয়া যায়নি এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় গত ১৯ ডিসেম্বর ২০২৩ কিন্তু কিছু ভোটারের টিন ইস্যু হয় পরবর্তী তারিখে যা বেআইনি ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতারা আরও বলেন, আমরা দাবি করছি আগামী ১৬ এপ্রিল জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির ভোট বাতিল করে স্বচ্ছ ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ পূর্বক ভোটারগণের ব্যবসা প্রতিষ্ঠান ও টিন সার্টিফিকেট বিষয় আইন মোতাবেক সঠিক তথ্য গ্রহণ করে পূর্ণ তফসিল ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিটাগাং মেশিনারীজ স্বত্বাধিকারী মো: আহসান হাবিব আলমগীর, মাহিন গ্রুপের চেয়ারম্যান মো: মুরাদ, সরকার মরটস মালিক সুদাম সরকার সহ প্যানেলের অন্যান্য সদস্যরা।