দেবীগঞ্জে দুই শতাংশ জমি নিয়ে পাঁয়তারার অভিযোগ উঠেছে,,
মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি,,
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া পাড়া বাজার সংলগ্ন পশ্চিম মধ্যে পাড়া গ্রামের মৃত আব্দুল হোসেনর মেয়ে শেফালী বেগমের ০২. শতক জমি নিয়ে পাঁয়তারা অভিযোগ উঠেছে, তারই আপন ছোট ভাই দুলাল হোসেন (৫৫) ও তার দুই ভাতিজা শরিফুল ইসলাম (৩৫) এবং মানিক হোসেন (২৫) বিরুদ্ধে,,অভিযোগ সূত্রে ও গনমাধ্যমে কর্মী তদন্তে জানা গেছে কোট ভাজনী মৌজার ৮২ শতক জমির মধ্যে ২ শতক জমি শেফালী বেগমের নামে রেকর্ডীয় বটে,, এবং শেফালী বেগমের পুরনো বাড়ি ঘর ভেঙে যাওয়ার কারণে,, সে আবার নতুন করে বাড়ি ঘর সংস্কার করতে ইট বালু সিমেন্ট নিয়ে আসেন,, ঠিক তখনই তার আপন ছোট ভাই ও দুই ভাতিজা বাঁধা প্রধান করেন,, এবং তারা তাদের নিজের জমি বলে দাবি করেন দুলাল হোসেন ও তার দুই ছেলে,,এ বিষয়ে শেফালী বেগম ও তার স্বামী মোজাম্মেল হক সহ জমির বিষয় টি নিয়ে চিলাহাটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার হোসেনের সঙ্গে একাধিক বার সুষ্ঠু বিচার চাইলেও,, শেফালী বেগম ও তার স্বামী মোজাম্মেল কোনো প্রকার সুষ্ঠু বিচার পাননি,, এদিকে গরীব অসহায় শেফালী বেগম ও তার স্বামী মোজাম্মেল হক ভাঙ্গা বাড়িতে দিন কাটাচ্ছেন,, কোথায় ও সুষ্ঠু বিচার না পেয়ে শেফালী বেগম দেবীগঞ্জ – থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারই আপন ছোট ভাই দুলাল হোসেন ও তার দুই ভাতিজার বিরুদ্ধে।এই বিষয় নিয়ে দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইকতেখারুল মোকাদ্দেমর সাথে কথা বললে তিনি বলেন আমি শেফালী বেগমের অভিযোগ টি পেয়েছি,, তবে সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।।