গাইবান্ধায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আঃলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় বিএনপি- জামাআতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাস বাসে আগুন দেয়ার প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সকালে সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব: আবু বকর সিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -০২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এছাড়াও আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাবেক মেয়র ও সহ-সভাপতি এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর,
আমিনুর জামান রিংকু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
মৃদুল মোস্তাফিজ ঝন্টু,গাইবান্ধা পৌর আওয়ামী লীগ সভাপতি
ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক
কামাল হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল, জেলা যুবলীগ সভাপতি
সরদার মো. শাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক
শাহ আহসান হাবিব রাজিব,আওয়ামী মহিলালীগ সভাপতি
লুদমিলা পারভিন,সাধারণ সম্পাদক মাহমুদা পারুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
এই বিক্ষোভ মিছিলে জেলা , উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।