পীরগঞ্জ আনন্দমার্গ ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত
পীরগঞ্জ প্রতিনিধি : ”
বাংলার পথ ধরে বিশ্বের আঙ্গিনায় বাবানাম কেবলম্ ” মতাদর্শে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বিশ্বশান্তি তথা মানবতার কল্যাণে ৩ দিন ব্যাপী আনন্দমার্গ ধর্ম মহাসম্মেলন আজ শনিবার সমাপ্ত হয়েছে।
আনন্দমার্গ প্রচারক সংঘের আয়োজনে বোলদিয়ারা আনন্দ উত্তরা মাস্টার ইউনিটে ৩ দিন ব্যাপী মহাসম্মেলনে নারায়ণ সেবা, কীর্তন পরিক্রমা, জল ছত্র, মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহস্পতির ভারতীয় আনন্দমার্গের কেন্দ্রীয় সচিব আচার্য্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত মহাসম্মেলন উদ্ধোধন করেন।
ঠাকুরগাঁও আনন্দমার্গ প্রচারক সংঘের ভুক্তি প্রধান খগেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারতীয় আনন্দমার্গের কেন্দ্রীয় সচিব আচার্য্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, সংস্কৃতি বিয়ক মন্ত্রালয়ের সাবেক সচিব গৌতম কুমার সরকার, উপজেলা চেয়ায়ারম্যান আখতারুল ইসলাম, দআনন্দমার্গ প্রচারক সংঘ ভারতের ধর্ম প্রচার ইনচার্জ অবধুতিকা আনন্দ করুনা আচার্য্যা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, বাংলাদেশ আনন্দমার্গ প্রচারক সংঘের সভাপতি আচার্য্য ব্রজেশ্বরানন্দ অবধূত, আর ইউ এন্ড রাওয়া সাধারণ সম্পাদক ড.শংকর তালুকদার, উপজেলা জাতীয় পাটির ভারপাপ্ত সভাপতি দবিরুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল,
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার রায়,জাবরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সহ আরো অনেকে।
সভায় মানব কল্যানে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অবদান ও কর্মধারা বিষয়ে আলোচনা শেষে মার্গীদের পরিবেশনায় মিলিত সাধনা ও সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মহাসম্মেলনে ভারতীয় ৩২ জন বরিষ্ঠ সন্ন্যাসী, সাধক-সাধিকা, বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক, গবেষক তথা শত শত আনন্দমার্গীর
অংশগ্রহণ করেন।