pub-4902861820262150
8:54 pm, Thursday, 10 October 2024

পঞ্চগড়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের ৩ উপজেলায় অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপের তেতুঁলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২৩ এপ্রিল নির্বাচন ৩ উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কমিশনার প্রতীক বরাদ্দ দেন। একই প্রতীক একাধিক প্রার্থীবরাদ্দ চেয়ে আবেদন করলে লটার মাধ্যমে প্রতীক দেয়া হয়। ৩ উপজেলার মধ্যে পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম বর্তমান চেয়ারম্যান (মোটরসাইকেল), এএসএম শাহনেওয়াজ প্রধান ( ঘোড়া), সুজন চন্দ্র রায় (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে কাজী আল তারিক বর্তমান ভাইস চেয়ারম্যান ( উড়োজাহাজ), মাসুদ পারভেজ চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াসমিন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান (কলস), নাছিমা খাতুন (ফুটবল), কাজল রেখা (প্রজাপতি) সাবিনা ইয়াসমিন (হাসঁ)। তেতুঁলিয়া উপজেলার চেয়ারম্যান পদে কাজী মাহমুদুর রহমান ডাবলু বর্তমান চেয়ারম্যান (আনারস), কাজী আনিসুর রহমান (দোয়াত কলম), আব্দুল লতিফ তারিন (কাপ পিরিচ), মুক্তারুল হক (ঘোড়া), নিজাম উদ্দিন খান (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মজিবর রহমান (মাইক), আবু সাইদার রহমান (তালা), আশরাফ আলী (উড়োজাহাজ), কবির হোসেন (বই), খন্দকার আবু সালেক ইব্রাহীম (চশমা), আব্দুল লতিফ খান (টিউবওয়েল), আব্দুস সাত্তার বৈদ্যুতিক (বাল্ব), তৌহিদ হাসান তুহিন ( টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা রাজিয়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান (কলস), সোমা চৌধুরী (ফুটবল)। আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে তৌহিদুল ইসলাম বর্তমান চেয়ারম্যান (মোটরসাইকেল), আনিছুর রহমান (ঘোড়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 09:34:39 pm, Tuesday, 23 April 2024
130 বার পড়া হয়েছে
error: Content is protected !!

পঞ্চগড়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আপডেট সময় : 09:34:39 pm, Tuesday, 23 April 2024

পঞ্চগড়ের ৩ উপজেলায় অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপের তেতুঁলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২৩ এপ্রিল নির্বাচন ৩ উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কমিশনার প্রতীক বরাদ্দ দেন। একই প্রতীক একাধিক প্রার্থীবরাদ্দ চেয়ে আবেদন করলে লটার মাধ্যমে প্রতীক দেয়া হয়। ৩ উপজেলার মধ্যে পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম বর্তমান চেয়ারম্যান (মোটরসাইকেল), এএসএম শাহনেওয়াজ প্রধান ( ঘোড়া), সুজন চন্দ্র রায় (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে কাজী আল তারিক বর্তমান ভাইস চেয়ারম্যান ( উড়োজাহাজ), মাসুদ পারভেজ চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াসমিন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান (কলস), নাছিমা খাতুন (ফুটবল), কাজল রেখা (প্রজাপতি) সাবিনা ইয়াসমিন (হাসঁ)। তেতুঁলিয়া উপজেলার চেয়ারম্যান পদে কাজী মাহমুদুর রহমান ডাবলু বর্তমান চেয়ারম্যান (আনারস), কাজী আনিসুর রহমান (দোয়াত কলম), আব্দুল লতিফ তারিন (কাপ পিরিচ), মুক্তারুল হক (ঘোড়া), নিজাম উদ্দিন খান (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মজিবর রহমান (মাইক), আবু সাইদার রহমান (তালা), আশরাফ আলী (উড়োজাহাজ), কবির হোসেন (বই), খন্দকার আবু সালেক ইব্রাহীম (চশমা), আব্দুল লতিফ খান (টিউবওয়েল), আব্দুস সাত্তার বৈদ্যুতিক (বাল্ব), তৌহিদ হাসান তুহিন ( টিয়া পাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা রাজিয়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান (কলস), সোমা চৌধুরী (ফুটবল)। আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে তৌহিদুল ইসলাম বর্তমান চেয়ারম্যান (মোটরসাইকেল), আনিছুর রহমান (ঘোড়া।