pub-4902861820262150
8:07 pm, Thursday, 10 October 2024

ফুলপুরে কৃষক নূরুল হক এর ফ্রীজিয়াম জাতের এক গরুর দুই বাছুর জন্ম দিল

স্টাফ রিপোর্টারঃ এম,মাসুদ রানা সুমন

স্টাফ রিপোর্টারঃ এম,মাসুদ রানা সুমন

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের কৃষক নুরুল হক,পিতা মৃত বাহার উদ্দিনের ফ্রিজিয়ান জাতের একটি গাভীর দুইটা বাছুর জন্ম নিয়েছে অদ্য ৩১ শে জুলাই ভোর ৪.০০ ঘটিকার সময়।কৃষক নুরুল হক সাহেব জানান গত রাত্রে গাভীটির প্রসব বেদনা শুরু হওয়ার সাথে সাথে আমরা গাভভীটির কাছাকাছি গেলে একটি বকনা বাছুরের জন্ম হয়।

নূরুল হক সাহেব জানান বাছুরটি দেখে সে এবং তার পরিবারের সবাই খুবই খুশি হন। তিনি বলেন একটা বাছুর হওয়ার পরেও গাভিটি যখন স্বাভাবিক আচরন করছিল না বরং আরও বেশি অস্থির হয়ে ছটফট করছিলো তখন তারা আতঙ্কিত হয়ে পরেন এবং কি করবেন ভেবে পাচ্ছিলেন না।

কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সবাইকে অবাক করে দিয়ে প্রায় এক ঘন্টা পর আরও একটি বকনা বাছুরের জন্ম হয়।

একই গাভীর পেট হতে দুইটি সুস্থ সবল বকনা বাছুর পেয়ে কৃষক নূরুল হক পরিবার খুবই আনন্দিত হয়েছেন বলে জানান। সরেজমিনেও দেখা যায় পুরো পরিবারের সবার মুখে আনন্দের ছাপ। আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে একই গরুর দুইটা বাছুর পেয়ে নুরুল হক পুরো গ্রামে মিষ্টি বিতরন করেন।

নূরুল হক এর পাশের বাড়ির মোঃ সাদিকুল ইসলাম জানান এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম।এটা আল্লার বিশেষ রহমত। এক গাভীর পেটে এক বারে জন্ম নেওয়া দুই বাছুর দেখতে আসা জনগন জানান তারা এমন ঘটনা জীবনে ইতিপুর্বে আর কখনও দেখেন নাই এটা একটা বিরোল ঘটনা।

উপস্থিত জনগণের দাবী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর হতে যেন এই বিরল প্রজাতির গরুর বংশবৃদ্ধির স্বার্থে হলেও যেন গাভী ও বাছুর দুইটার উপযুক্ত চিকিৎসা সহায়তা দিয়ে সুস্থ রাখতে সহায়তা করেন।

গাভী ও বাচুর দুইটা সুস্থ আছে। নুরুল হক ও তার পরিবারেরএ একই দাবি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও চিকিৎসকগন যেন তার এই গাভীর উপযুক্ত চিকিৎসা সহায়তা দিয়ে সহযোগিতা করুন।

উপস্থিত জনগণ বলেন উপযুক্ত চিকিৎসা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করলে যেমন নুরুল হক ও তার পরিবার লাভবান হবেন।
তেমনি এই দেশ পেতে পারে বিরোল প্রকৃতির উন্নত জাতের গরু যাহা হতে বংশবৃদ্ধি করে সারা দেশে সরিয়ে দেওয়া যেতে পারে বলে পারে তাদের অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 06:13:38 am, Monday, 31 July 2023
148 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ফুলপুরে কৃষক নূরুল হক এর ফ্রীজিয়াম জাতের এক গরুর দুই বাছুর জন্ম দিল

আপডেট সময় : 06:13:38 am, Monday, 31 July 2023

স্টাফ রিপোর্টারঃ এম,মাসুদ রানা সুমন

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের কৃষক নুরুল হক,পিতা মৃত বাহার উদ্দিনের ফ্রিজিয়ান জাতের একটি গাভীর দুইটা বাছুর জন্ম নিয়েছে অদ্য ৩১ শে জুলাই ভোর ৪.০০ ঘটিকার সময়।কৃষক নুরুল হক সাহেব জানান গত রাত্রে গাভীটির প্রসব বেদনা শুরু হওয়ার সাথে সাথে আমরা গাভভীটির কাছাকাছি গেলে একটি বকনা বাছুরের জন্ম হয়।

নূরুল হক সাহেব জানান বাছুরটি দেখে সে এবং তার পরিবারের সবাই খুবই খুশি হন। তিনি বলেন একটা বাছুর হওয়ার পরেও গাভিটি যখন স্বাভাবিক আচরন করছিল না বরং আরও বেশি অস্থির হয়ে ছটফট করছিলো তখন তারা আতঙ্কিত হয়ে পরেন এবং কি করবেন ভেবে পাচ্ছিলেন না।

কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সবাইকে অবাক করে দিয়ে প্রায় এক ঘন্টা পর আরও একটি বকনা বাছুরের জন্ম হয়।

একই গাভীর পেট হতে দুইটি সুস্থ সবল বকনা বাছুর পেয়ে কৃষক নূরুল হক পরিবার খুবই আনন্দিত হয়েছেন বলে জানান। সরেজমিনেও দেখা যায় পুরো পরিবারের সবার মুখে আনন্দের ছাপ। আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে একই গরুর দুইটা বাছুর পেয়ে নুরুল হক পুরো গ্রামে মিষ্টি বিতরন করেন।

নূরুল হক এর পাশের বাড়ির মোঃ সাদিকুল ইসলাম জানান এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম।এটা আল্লার বিশেষ রহমত। এক গাভীর পেটে এক বারে জন্ম নেওয়া দুই বাছুর দেখতে আসা জনগন জানান তারা এমন ঘটনা জীবনে ইতিপুর্বে আর কখনও দেখেন নাই এটা একটা বিরোল ঘটনা।

উপস্থিত জনগণের দাবী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর হতে যেন এই বিরল প্রজাতির গরুর বংশবৃদ্ধির স্বার্থে হলেও যেন গাভী ও বাছুর দুইটার উপযুক্ত চিকিৎসা সহায়তা দিয়ে সুস্থ রাখতে সহায়তা করেন।

গাভী ও বাচুর দুইটা সুস্থ আছে। নুরুল হক ও তার পরিবারেরএ একই দাবি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও চিকিৎসকগন যেন তার এই গাভীর উপযুক্ত চিকিৎসা সহায়তা দিয়ে সহযোগিতা করুন।

উপস্থিত জনগণ বলেন উপযুক্ত চিকিৎসা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করলে যেমন নুরুল হক ও তার পরিবার লাভবান হবেন।
তেমনি এই দেশ পেতে পারে বিরোল প্রকৃতির উন্নত জাতের গরু যাহা হতে বংশবৃদ্ধি করে সারা দেশে সরিয়ে দেওয়া যেতে পারে বলে পারে তাদের অভিমত ব্যক্ত করেন।