বোদায় মহান মে দিবস পালিত
মোঃ আশরাফুল ইসলাম বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় মহান মে দিবস নানান কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান মে দিবসের কাযক্রম শুরু হয়। জাতীয় শ্রমিকলীগ বোদা উপজেলা শাখা, উপজেলা অটোবাইক মালিক সমবায় সমিতি, উপজেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি ও উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, লেবার ও কুলি শ্রমিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে একটি বনাঢ়্য র্যালী উপজেলা সদরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। উপজেলা অটোবাইক মালিক সমবায় সমিতির সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ এর সঞ্চালনায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী ফারুক আলম টবি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি এমরান আল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী রবিউল আলম সাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী রাসেদ প্রধান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আইনজীবি অ্যাডভোকেট হাবিব আল আমিন ফেরদৌস। ভাইস-চেয়ারম্যান প্রার্থী জীতেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেবুন নেহার মুক্তা, লাইলী বেগম ও স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিক সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দিন ব্যাপী ১০ টাকা মুল্যের লটারী ড্র করে পুরস্কার দেওয়া হয়।