শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকীতে করিমগঞ্জ থানা পুলিশের পুস্পস্তবক অর্পণ
মোঃ জনি হোসেন করিমগঞ্জ প্রতিনিধিঃ
সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র স্বাধীন বাংলাদেশে সাংস্কৃতিক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে করিমগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) করিমগঞ্জ থানা পুলিশের আয়োজনে করিমগঞ্জ উপজেলায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন করিমগঞ্জ থানা পুলিশ। পুস্পস্তবক অর্পণ শেষে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল (এএসপি) একেএম শাহীন মন্ডল, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী,করিমগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃ খন্দকার হাফিজুর রহমান,এসআই আবু তাহের এসআই মেহেদী হাসান, এএসআই মোঃ শাহীন আলম এএসআই আসাদুজ্জামান আসাদ,
উল্লেখ্য,শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আধুনিক চিন্তা-চেতনার ধারণা তখন দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে। শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। ক্রীড়াঙ্গন ছাড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার দৃপ্ত পদচারণা ছিল নাটক করতেন, সেতার বাজাতেন স্পন্দন শিল্পী গোষ্ঠী সৃষ্টি করেছিলেন প্রাণ চাঞ্চল্যে ভরপুর এক তরুণ ছিলেন তিনি। শেখ কামাল চলে গেলেও তার সাড়ে তিন বছরের কর্মকা-ই তাঁকে বাঁচিয়ে রাখবে আজীবন।