গোবিন্দগঞ্জে খালের পানিতে লাফ দিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি খালে পানিতে লাফ দিয়ে এইচএসসি পরীক্ষার্থী মো. সিহাব মিয়া (২১) নামের এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার রাজাহার ইউপির পানিতলা ব্রীজের খালে এঘটনাটি ঘটে।
নিখোঁজ সিহাব নামের যুবক সে উপজেলার রাজাহার ইউপির শিহিরপুর গ্রামের মো. খাঁজা মিয়ার ছেলে ও রাজাহার ইউপির শহরগছি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই সময় সিহাবসহ তার ৫ বন্ধু মিলে স্থানীয় পানিতলা ব্রীজের ওপর থেকে গোসল করার জন্য লাফ দেয়। এরপরে তার ৪ বন্ধু ওপরে উঠলেও সিহাব নিখোঁজ হয়।
এলাকাবাসীরা দ্রুত তাকে উদ্ধারে অনেক চেষ্টা করলেও তাকে খোঁজে পাওয়া যায়নি।
এঘটনায় স্থানীয়রা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালালেও সিহাবকে কোনো সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা।
এবিষয়ে রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, খালের পানিতে লাফ দিয়ে
গোসল করতে গিয়ে শিহাব মিয়া নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
এব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, এঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে কোনো সন্ধান না পাওয়ায়
এ কাজে একটি ডুবরি দল কাজ করছে।
এখবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান জানান, এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।নিখোঁজ শিহাবকে উদ্ধার তৎপরতায় সন্ধ্যার পর একটি ডুবরি দল খোঁজাখুঁজি করছেন। ঘটনাটি খুবই দুঃখজনক জানিয়েছেন তিনি।