pub-4902861820262150
খুলনার রূপসায় যৌথ অভিযানে ০১ টি দেশীয় ওয়ান শুটার গান, ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০২ রাউন্ড তাজা বুলেট, ০৩ টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা এবং ০৩ টি দেশীয় ধারালো অস্ত্রসহ সক্রিয় ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার ৩০ অক্টোবর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর ২০২৪ তারিখ বুধবার রাত ০০১৫ ঘটিকায় খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাত চক্র কর্তৃক দখলকৃত ঘেরের পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ০১ টি দেশীয় ওয়ান শুটার গান এবং ঘেরের মাচাঘর তল্লাশি করে ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০২ রাউন্ড তাজা বুলেট, ০৩ টি দেশীয় হাত বোমা, ১০০ পিস ইয়াবা, ০৩ টি দেশীয় ধারালো অস্ত্র এবং ০৪ টি মোবাইল ফোন সহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪) সহ তার ০৩ জন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক অন্যের ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র, হাত বোমা, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়।
Editor: Ataur Rahman
News Editor: Shamim Reja
Phone no: +8801710048702
Email: ajkerkantho.news@gmail.com
Office email: admin@ajkerkantho.com
দৈনিক আজকের কন্ঠ