3:19 pm, Wednesday, 9 October 2024
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ভোক্তা অধিকার মনিটরিং এর সময় ২ টি আরতের জরিমানা আদায়
মোঃ কায়সার রশীদ, শেরপুর প্রতিনিধি।
আজ ১৪ আগষ্ট রোজ সোমবার শেরপুর জেলা প্রশাসকের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃআরিফুল ইসলামের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার নয়আনী বাজার, নবীনগর বাজার ও রঘুনাথ বাজারের ৯ টি ডিমের আরতে মনিটরিং এর কার্যক্রম পরিচালিত করেন। এতে ২ টি আরতে মূল্য তালিকা ও ক্রয় ভাউচার না থাকায় ভোক্তা অধিকার ২০০৯ এর ৩৮ ধারায় সতর্কতামূলক ৩০০০//( তিন)হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝ লিফলেট পাম্পলেট বিতরন করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্যাগস :