অবৈধভাবে প্রকল্পের ঘর বিক্রি
দেবীগঞ্জে অবৈধভাবে বিক্রি হওয়া আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্ধার
আতাউর রহমান, পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রমানিক পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সরকারিভাবে বরাদ্দের দুই টি ঘড় বিক্রির অভিযোগ পাওয়া গেছে উপকার ভোগীদের বিরুদ্ধে। তারা স্ট্যাম্পের মাধ্যমে ৭০ হাজার হাজার টাকায় ওই ঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন।
বলে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে র ১নং চিলাহাটি ইউয়িনের প্রমানিক পাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পে সরকারিভাবে ভূমিহীনদের জমিসহ আধা-পাকা বাড়ি উপহার দেন প্রধানমন্ত্রী। নিয়মানুযায়ী এ আশ্রয়ণ প্রকল্পে একসঙ্গে ২২টি ঘর নির্মাণ করে বরাদ্দ দেয়া হয় ভূমিহীনদের। আর ২২টি ঘরের ২টিই উপকারভোগীরা অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। ঘর বিক্রির খবরটি গত ১২/০৮/২০২৩ তারিখে দৈনিক আজকের কন্ঠ পত্রিকায়,১৪/০৮/২০২৩ জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়লে আজ সোমবার ১৪/০৮/২০২৩ তারিখে সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের নির্দেশনায় ,সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরের সত্যতা যাচাইয়ে ভূমি কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এবং মোঃ মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রামানিক পাড়া আশ্রয় প্রকল্পে যান উক্ত আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘর বিক্রির বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।১১,১২ নম্বর ঘর দুইটি হইতে বর্তমান বসবাস কৃত কুরবান ও তার পরিবার ,জাহিদুল ইসলাম ও তার পরিবার আফরোজা আক্তার কে অত্র ঘর হইতে অন্ন্যত চলে যেতে বলেন, ঘর দুইটি খালি করা হলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তালাবদ্ধ করেন সহকারী কমিশনার ( ভূমি ) গোলাম রব্বানী সরদার। তিনি বলেন যারা ঘর বিক্রি করেছেন তাদের বন্দোবস্ত বাতিল করে পরবর্তীতে যাচাই-বাছাই করে উদ্ধার হওয়া ঘর গুলো ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে।
যারা সরকারি ঘর অবৈধভাবে বিক্রি করেছে তারা আইন বিরোধী কাজ করেছে। তাদের নামের বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের ঘর দেওয়া হবে। যারা সরকারি ঘর বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস ।