১৫ আগষ্ট উপলক্ষে পাবনা জেলা মহিলা আ.লীগের আলোচনা সভা,দোয়া ও শোক রেলী অনুষ্ঠিত
এম.জে সুলভ (পাবনা প্রতিনিধি):
পাবনায় জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট উপলক্ষে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া মহফিল ও শোক রেলী অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ আগষ্ট) মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুন্নাহার রেখা, সিনিয়র সহ-সভাপতি শামিমা শিরিন, যুগ্ন-সম্পাদক মেহের আফরোজ জলি, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আরা শিখা,সহ উপজেলা মহিলা লীগ, পৌর মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কমানা করে, দেশ ও জাতির কল্যানে এক বিশেষ মোনাজাত করা হয়।