গোবিন্দগঞ্জে ১২শ পিচ বুপ্রেনোফিন ইনজেকশন জব্দসহ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা – রংপুর আন্ঞ্চলিক মহাসড়কের কোল্ড স্টোরের সামনে থেকে নাদের পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে স্কুল ব্যাগের ভেতর থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১২শ পিস বুপ্রেনোফিন ইনজেকশন জব্দসহ সোহেল রানা (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।
গ্রেফতারকৃত সোহেল রানা নামের যুবক সে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরকার পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, (২২- আগস্ট) আনুমানিক সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে ঢাকা- রংপুর আন্ঞ্চলিক মহাসড়কের সামনে নাদের পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসের ভিতরে থাকা সিটে থাকা সোহেল মিয়া নামের এক যুবকের স্কুল ব্যাগের ভেতর থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধ ১২শ পিস বুপ্রেনোফিন ইনজেকশন জব্দসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি সে দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এঘটনায় জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।