সাঘাটায় নারী সমাবেশ অনুষ্ঠিত
মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদে স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
এসময় সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব মোঃ শরিফুল ইসলাম।
নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন।জেলা তথ্য অফিসার কবির উদ্দিন, তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ, মহিলা বিষয়ক কর্মকতা পবন কুমার সরকার, তথ্য আপা ফাতেমা বেগম, বোনারপাড়া ইউপি সচিব মোত্তালিব আকন্দসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন প্রমূখ।
নারী সমাবেশ শেষে নারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।