করিমগঞ্জ উপজেলায় বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট চলছে তল্লাশি

- আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে

করিমগঞ্জ উপজেলায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে করিমগঞ্জ থানা পুলিশ তবে পুলিশ বলছে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তল্লাশি করা হচ্ছে কোন যাত্রীকে হয়রানি করা হচ্ছে না।
বুধবার (১২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে বিকাল পর্যন্ত করিমগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে পুলিশের চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছে করিমগঞ্জ থানা পুলিশ, দূর পাল্লার বাস, প্রাইভেটকার সিনএনজি মাইক্রো বাস, মোটরসাইকেল অটোরিকশা সহ সড়কে চলাচলরত কারো আচরণ গতিবিধি সন্দেহ জনক মনে হলেই তাকে তল্লাশি করছে করিমগঞ্জ থানা পুলিশ।
দূর থেকে আসা যাত্রীদের করা হচ্ছে নানা প্রশ্ন।আবার অনেক গাড়ীর কাগজপত্র না থাকা, প্রাইভেটকারের চালকরা সিটবেল্ট না বাঁধাবসহ বিভিন্ন কারণে মামলা দেওয়া হচ্ছে। আর এগুলো সম্পূর্ণ নিয়মিত কাজের অংশ হিসেবেই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম শাহীন মন্ডল বলেন, এটি আমাদের নিয়মিত কার্যক্রম৷ আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় প্রস্তুত থাকি।আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের দায়িত্ব পালন করছি,যাতে দেশের মানুষ ভালো ভাবে থাকতে পারে আমরা প্রায় প্রত্যেকটি গাড়ি চেক করছি।সকাল থেকে আমাদের তৎপরতা রয়েছে কারন যানবাহনে অবৈধ মালামাল থাকতে পারে কিংবা অস্ত্র থাকতে পারে তাই।