পলাশবাড়ীতে ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই নিহত
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই মমিনুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে ।
বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এঘটনাটি ঘটে।
নিহত মমিনুল ইসলাম নামের যুবক
সে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মকবুল হোসেনের বড় ছেলে মমিনুল ইসলামের সঙ্গে তার আপন ছোট ভাই ফরহাদ হোসেনের দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল।
এরি জের ধরে বুধবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাজাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ফরহাদ হোসেন তার আপন বড় ভাই মমিনুল ইসলামের গলায় কাঁচি দিয়ে আঘাত করে । এতে মমিনুলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ এঘটনায় অভিযুক্ত ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।