ইএসডিও কতৃক বাস্তবায়িত আরএমটিপি’র আওতায় মিল্ক ক্যান বিতরন

- আপডেট সময় : ০১:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কতৃক বাস্তবায়িত আরএমটিপি -নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে নিরাপদভাবে দুধ কালেকশন ও পরিবহন তথা ভাই ভাই ডেইরী মিল্ক এর তরল দুধ প্রসেসিং ও ক্রয় -বিক্রয়ের জন্য রহিয়া শাখার সদস্য শ্যামল চন্দ্র ঘোষ রুহিয়া বাজার ঠাকুরগাঁও এর স্বত্বাধিকারি তাপস ঘোষকে ট্রেড গ্লোবাল লিমিটেড (টিজিএল) এর ৭ টি মিল্ক ক্যান প্রদান করা হয়। উক্ত মিল্ক ক্যান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজার (কার্যক্রম) জনাব মো: আলাউদ্দীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো:আইনুল হক, হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স ইএসডিও এবং প্রকল্প ব্যবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন (RMTP), ভিসিএফ-৪ মো: ওমর ফারুক। উক্ত অনুষ্ঠানে পিকেএসএফ এর কর্মকর্তা মো: আলাউদ্দীন আহমেদ বলেন ইএসডিও’র এই ধরনের কর্মকান্ডকে সাধুবাদ জানাই এবং উদ্যোক্তার জন্য ব্যাবসা সম্প্রসারনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির সহায়তা ও তরল দুধ প্রসেসিং করে বাজারজাত করার বিভিন্ন কৌশল অবলম্বন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।