সংবাদ শিরোনাম ::
শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধায় আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:৪৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) দুপুরের দিকে পৌর শহীদ মিনার চত্বর থেকে উন্নয়ন শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
শেষে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো মৃদুল মুস্তাফিজ ঝন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।