9:59 am, Saturday, 27 July 2024

ইএসডিও-আরএমটিপি'র আওতায় বে- সরকারি পরামর্শ সেবা

ঠাকুরগাঁওয়ে ইএসডিও-আরএমটিপি’র আওতায় বে- সরকারি পরামর্শ সেবা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

সেবা স্মার্ট লাইভষ্টক স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), অ্যাম্বাসি অফ ডেনমার্ক (ড্যানিডা) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)’র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ইন্টারভেনশন-১ কর্তৃক আয়োজিত ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার এলএসপিদের নিয়ে বৃহস্পতিবার (২০জুলাই) দুপুরে ইএসডিও চেতনা বিকাশ কেন্দ্র হলরুমে বেসরকারি পরামর্শ সেবা উন্নয়নের মাধ‍্যমে বিসনেস মডেল ক‍্যানভাস ও আইসিটি বিষয়ে এলএসপিদের প্রশিক্ষন আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ম্যানপাওয়ার এর প্রতিনিধি মো: শামনুর রহমান ঢাকা। এ সময় বে-সরকারি পরামর্শ সেবা প্রশিক্ষন পরিদর্শন পুর্বক এলএসপিদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন‍্যান্স ও আরএমটিপির ফোকাল পার্সন মো: আইনুল হক এবং আরো উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প ব‍্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন, ভিসিএফ-১ ডা: মো: নুরুন্নবি, প্রকল্পের এমআরএমও মো: বেলাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 09:28:33 am, Thursday, 20 July 2023
85 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ইএসডিও-আরএমটিপি'র আওতায় বে- সরকারি পরামর্শ সেবা

ঠাকুরগাঁওয়ে ইএসডিও-আরএমটিপি’র আওতায় বে- সরকারি পরামর্শ সেবা

আপডেট সময় : 09:28:33 am, Thursday, 20 July 2023

সেবা স্মার্ট লাইভষ্টক স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), অ্যাম্বাসি অফ ডেনমার্ক (ড্যানিডা) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)’র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ইন্টারভেনশন-১ কর্তৃক আয়োজিত ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার এলএসপিদের নিয়ে বৃহস্পতিবার (২০জুলাই) দুপুরে ইএসডিও চেতনা বিকাশ কেন্দ্র হলরুমে বেসরকারি পরামর্শ সেবা উন্নয়নের মাধ‍্যমে বিসনেস মডেল ক‍্যানভাস ও আইসিটি বিষয়ে এলএসপিদের প্রশিক্ষন আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ম্যানপাওয়ার এর প্রতিনিধি মো: শামনুর রহমান ঢাকা। এ সময় বে-সরকারি পরামর্শ সেবা প্রশিক্ষন পরিদর্শন পুর্বক এলএসপিদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন‍্যান্স ও আরএমটিপির ফোকাল পার্সন মো: আইনুল হক এবং আরো উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প ব‍্যাবস্থাপক ডা: বাবুল চন্দ্র বর্মন, ভিসিএফ-১ ডা: মো: নুরুন্নবি, প্রকল্পের এমআরএমও মো: বেলাল হোসেন প্রমুখ।